*জন্ম : ১৭ মার্চ, ১৯২০(গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়)
*মৃত্যু : ১৫ আগস্ট, ১৯৭৫
*পিতা : শেখ লুৎফর রহমান
*মাতা : সায়েরা খাতুন
*বঙ্গবন্ধু তাঁর পিতা মাতার সংসারে চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয়।
*স্ত্রী : শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
*সন্তান : কন্যারা হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। আর পুত্রদের নাম শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল।
*‘মুজিব’ অর্থ –উত্তরদাতা।
*শেখ মুজিবুর রহমান জনসাধারণের কাছে ‘শেখ মুজিব’ এবং ‘শেখ সাহেব’ হিসেবে বেশি পরিচিত ছিলেন।
*তাঁর ডাক নাম ছিল –‘খোকা’ আর এলাকার মানুষ ডাকতো-‘মিয়া ভাই’ বলে।
*বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন-গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
*বঙ্গবন্ধু বিএ পাশ করেন-কলকাতা ইসলামিয়া কলেজ থেকে, ১৯৪৭ সালে।
*বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় পূর্ব পাকিস্তানের নাম পাল্টে ‘বাংলাদেশ’ রাখেন-(৫ ডিসেম্বর, ১৯৬৯)
*তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দিয়েছেন-তোফায়েল আহমেদ(২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে)(রেসকোর্স ময়দানে)
*তাকে ‘জাতির জনক’ বলে আখ্যা দেন-আ.স.ম আব্দুর রব(৩ মার্চ, ১৯৭১ সালে)
*বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
*বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
*বাংলাদেশের স্বাধীনতার ঘোষক -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
*তিনি স্বধীনতার ঘোষণা দেন-১৯৭১ সালে ২৬ মার্চের প্রথম প্রহরে (ওয়ারলেসের মাধ্যমে), তারপর তাকে গ্রেপ্তার করা হয়।
*হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।(২০০৪ সালে বিবিসি'র বাংলা রেডিও জরিপে)
আরও পড়ুন-
*বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে অধ্যায়ণকালীন বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষে থাকতেন।
*২৩ নং কক্ষটিকে গ্রন্থাগার এবং ২৪ নং কক্ষটিকে মিউজিয়াম রূপান্তর করা হয়েছে।
*বঙ্গবন্ধু’র বেরিবেরি রোগ হয়-১৯৩৪ সালে সপ্তম শ্রেণিতে পড়ার সময়।
*বঙ্গবন্ধু’র গ্লোকোমা নামক রোগ হয়-১৯৩৬ সালে; তার চিকিৎসা করেন-ডা. টি আহমেদ।
*বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন-১৯৩৮ সালে; ৭দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান।
*বঙ্গবন্ধু নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন-১৯৪০ সালে।
*বঙ্গবন্ধু বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন-১৯৪৩ সালে।
*বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ প্রতিষ্ঠা করেন-৪ জানু, ১৯৪৮ সালে।
*রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ধর্মঘট পালনকালে বঙ্গবন্ধু গ্রেপ্তার হন-১১ মার্চ, ১৯৪৮ সালে।
*বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন-আইন বিভাগের।
*বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলন পরিচালনা করেন-১৯ মার্চ, ১৯৪৮ সালে।
*সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর নেতৃত্বে গঠিত পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ পূর্ব পাকিস্তান অংশের যুগ্ন সচিব নির্বাচিত হন-২৩ জুন, ১৯৪৮ সালে।
*ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে আটক ও বহিষ্কার করে-১১ সেপ্টেম্বর, ১৯৪৮ সালে।(২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার হৃত ছাত্রত্ব ফিরিয়ে দেয়)
*দুর্ভিক্ষবিরোধী মিছিলের নেতৃত্ব দেয়ায় বঙ্গবন্ধু গ্রেপ্তার হন-১৯৫০ সালে এবং ২ বছর জেল হয়।
*বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন-৯ জুলাই, ১৯৫৩ সালে।
*বঙ্গবন্ধু ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে গোপালগঞ্জ আসনে তার প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামানকে পরাজিত করেন-১৩,০০০ ভোটে।
*বঙ্গবন্ধুকে ‘কৃষি ও বন’ মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়-১৫ মে, ১৯৫৪
*বঙ্গবন্ধুকে আইন পরিষদের সদস্য মনোনীত করা হয়-৫ জুন, ১৯৫৫
*হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৃত্যুর পর শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রধান নেতায় পরিণত হন-৫ ডিসেম্বর, ১৯৬৩
*বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (৫ ফেব্রুয়ারি, ১৯৬৬) সালে বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবী লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে প্রথম পেশ করেন এবং
-“ছয় দফা” দাবী-আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয়-(১৮ মার্চ, ১৯৬৬)
-“ছয় দফা” দাবী-আনুষ্ঠানিকভাবে পেশ করেন-(২৩ মার্চ, ১৯৬৬)
*ছয়দফা দাবীর (প্রথম দফা) ছিল- প্রাদেশিক স্বায়ত্বশাসন।
*লাহোর প্রস্তাবের ভিত্তিতে-ছয় দফা দাবী রচিত।
*১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায়(মামলার শিরোনামঃ “রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য) বঙ্গবন্ধুসহ আসামী ছিলেন-৩৫ জন।
*বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় পূর্ব পাকিস্তানের নাম পাল্টে ‘বাংলাদেশ’ রাখেন-৫ ডিসেম্বর, ১৯৬৯
*বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ই মার্চের ভাষণ দেন -রেসকোর্স ময়দানে(বর্তমানঃ সোহরাওয়ার্দী উদ্যানে)
*বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল-পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন।
*বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য ছিল-“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
*বঙ্গবন্ধুকে পাকিস্তান কারাগার থেকে মুক্তি দেন-৮ জানুয়ারি, ১৯৭২ সালে এবং তিনি দেশে আসেন ১০ জানুয়ারি, ১৯৭২ সালে (যা বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ নামে পরিচিত।)
*বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন-১৯৭২ সালের ১০ জানুয়ারি।
*বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ, ১৯৭৩ সালের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এবং তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকার গঠন করেন।
*বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন-১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
*ঘাতকেরা ১৫ই আগস্ট, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের মোট -১৬ জনকে হত্যা করে।
*১৫ই আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।
*বঙ্গবন্ধু জাদুঘর অবস্থিত-ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
***শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী : ‘অসমাপ্ত আত্মজীবনী’
>প্রকাশকাল : জুন, ২০১২
>প্রকাশনী : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
>১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত কারাগারে বন্দি থাকাকালে আত্মজীবনী লেখা শুরু করেন। কিন্তু তা শেষ করে যেতে পারেননি।
>চারটি খাতায় তার লেখা সেই পাণ্ডুলিপি 'অসমাপ্ত আত্মজীবনী' ও ইংরেজিতে 'The Unfinished Memoirs'
>বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'- (ইংরেজি ভাষায়) অনুবাদ করেন-অধ্যাপক ফকরুল আলম.
>বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'- (জাপানি ভাষায়) অনুবাদ করেন-কাজুহিরো ওয়াতানাবে.
>বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'- (চীনা ভাষায়) অনুবাদ করেন-চাই ঝি (বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত)।
***বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল-নিউজ উইকস।
***বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত বই-
১।মুজিব ভাই-এবিএম মূসা
২।বঙ্গবন্ধুর সহজ পাঠ-আতিয়ার রহমান
৩।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী-কামাল উদ্দীন হোসেন।
৪।দেয়াল (উপন্যাস)-হুমায়ুন আহমেদ।
৫।বঙ্গবন্ধু জাতি রাষ্ট্রের জনক-প্রত্যয় জসীম
৬।বঙ্গবন্ধু শেখ মুজিব কাছে থেকে দেখা-মুস্তফা সারয়ার
Popular Posts
-
বাংলাদেশঃ - বাংলাদেশ ব্যাংক ভারতঃ - রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ভুটানঃ - রয়্যাল মনিটরী অথরিটি অব ভুটান পাকিস্তানঃ - স্টেট ব্যাংক অব প...
-
_____ অ শুদ্ধ ___________ শুদ্ধ _______________ ০১। অপরাহ্ন — অপরাহ্ণ ০২। অনুসূয়া — অনসূয়া ০৩। অত্যোন্ত — অত্যন্ত ০৪। অনুসঙ্গিক — আনুষঙ্গিক...
-
► ঢাকা ——- ১৭৭২ সাল। ► মুন্সীগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► নরসিংদী ——- ১৯৮৪ সাল। ► নারায়ণগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► মানিকগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► ময়মনসিংহ ——...
-
১) স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চকে " বাংলাদেশ দিবস " ঘোষণা করেছেন - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোর্জার ২) প্...
-
☆ আনুষ্ঠানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ☆ জাতীয়তা: বাংলাদেশি ☆ সাপ্তাহিক ছুটি: শুক্রবার ও শনিবার। কিছু কিছু অফিস শনিবার খোলা থাকে। ☆ আ...
-
জনযুদ্ধের উপখ্যান---হারুন হাবীব জয়বাংলা---এম আর আখতার মুকুল জয়জয়ন্তী---মামুনুর উল্লাহ জেল থেকে লেখা---সত্যেন সেন তোমারই---আবদ...
-
১. তাম্র মুদ্রার প্রচলন করেন — মুহাম্মদ বিন তুঘলক ২. ‘ওয়ারপো’ কী? — জাতীয় পানি পরিকল্পনা সংস্থা ৩. ‘হামহাম’ জলপ্রপাত কোথায় অবস্থিত? — ইসলামপ...
-
অপারেশন জ্যাকপট---সেজান মাহমুদ অন্তরের পাখিরা---শিরীন আকতার আগুনের পরশমণি---হুমায়ূন আহমদ আমি বীরঙ্গনা বলছি---নীলিমা ইব্রাহিম আবার ...
-
মহাকাশে প্রায় ৫০টির উপর দেশের দুই হাজারের উপর স্যাটেলাইট বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে-আবহাওয়া স্যাটেলাইট, পর্যবেক্ষক স্যাটেলাইট, ন্যাভিগ...
-
🇧🇩 শেখ হাসিনাঃ→প্রধানমন্ত্রী। 🇧🇩 আবুল মাল আব্দুল মুহিতঃ→অর্থমন্ত্রী। 🇧🇩 আসাদুজ্জামান খানঃ→স্বরাষ্ট্রমন্ত্রী। 🇧🇩 আমির হোসেন আমুঃ→শিল্...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment