১. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
২. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
উত্তর : ২০১৮ সালের ডিসেম্বরে।
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
Popular Posts
-
বাংলাদেশঃ - বাংলাদেশ ব্যাংক ভারতঃ - রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ভুটানঃ - রয়্যাল মনিটরী অথরিটি অব ভুটান পাকিস্তানঃ - স্টেট ব্যাংক অব প...
-
_____ অ শুদ্ধ ___________ শুদ্ধ _______________ ০১। অপরাহ্ন — অপরাহ্ণ ০২। অনুসূয়া — অনসূয়া ০৩। অত্যোন্ত — অত্যন্ত ০৪। অনুসঙ্গিক — আনুষঙ্গিক...
-
► ঢাকা ——- ১৭৭২ সাল। ► মুন্সীগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► নরসিংদী ——- ১৯৮৪ সাল। ► নারায়ণগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► মানিকগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► ময়মনসিংহ ——...
-
১) স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চকে " বাংলাদেশ দিবস " ঘোষণা করেছেন - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোর্জার ২) প্...
-
☆ আনুষ্ঠানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ☆ জাতীয়তা: বাংলাদেশি ☆ সাপ্তাহিক ছুটি: শুক্রবার ও শনিবার। কিছু কিছু অফিস শনিবার খোলা থাকে। ☆ আ...
-
জনযুদ্ধের উপখ্যান---হারুন হাবীব জয়বাংলা---এম আর আখতার মুকুল জয়জয়ন্তী---মামুনুর উল্লাহ জেল থেকে লেখা---সত্যেন সেন তোমারই---আবদ...
-
১. তাম্র মুদ্রার প্রচলন করেন — মুহাম্মদ বিন তুঘলক ২. ‘ওয়ারপো’ কী? — জাতীয় পানি পরিকল্পনা সংস্থা ৩. ‘হামহাম’ জলপ্রপাত কোথায় অবস্থিত? — ইসলামপ...
-
অপারেশন জ্যাকপট---সেজান মাহমুদ অন্তরের পাখিরা---শিরীন আকতার আগুনের পরশমণি---হুমায়ূন আহমদ আমি বীরঙ্গনা বলছি---নীলিমা ইব্রাহিম আবার ...
-
মহাকাশে প্রায় ৫০টির উপর দেশের দুই হাজারের উপর স্যাটেলাইট বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে-আবহাওয়া স্যাটেলাইট, পর্যবেক্ষক স্যাটেলাইট, ন্যাভিগ...
-
🇧🇩 শেখ হাসিনাঃ→প্রধানমন্ত্রী। 🇧🇩 আবুল মাল আব্দুল মুহিতঃ→অর্থমন্ত্রী। 🇧🇩 আসাদুজ্জামান খানঃ→স্বরাষ্ট্রমন্ত্রী। 🇧🇩 আমির হোসেন আমুঃ→শিল্...
No comments:
Post a Comment