Popular Posts

Thursday, 6 September 2018

দেশ

১) স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চকে " বাংলাদেশ দিবস " ঘোষণা করেছেন - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোর্জার
২) প্রথম পর্যায়ের ৮ হাজার রোহিঙ্গার মধ্যে মিয়ানমার প্রত্যাবাসন অনুমোদন করল - ৬ শ রোহিঙ্গার
৩) বাংলাদেশের সাথে মিয়ানমারের গত নভেম্বরের সম্পাদিত চুক্তি অনুযায়ী মিয়ানমার ফেরত নেয়ার কথা - ১০ লাখের ৩/৪ অংশ রোহিঙ্গা
৩) রোহিঙ্গা প্রত্যাবাসনে এবার যুক্ত হচ্ছে - যুক্তরাষ্ট্র, জাতিসংঘের ২ সংস্থা
৪) আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কুয়েতের সাথে বাংলাদেশের - ৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের ঋণচুক্তি হয়েছে
৫) বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শনার্থে দেশের সব অধস্তন আদালতের রায়ে ইংরেজির পাশাপাশি - বাংলা সন ও তারিখ ব্যবহারের নির্দেশ সুপ্রিম কোর্ট প্রশাসনের
*আন্তর্জাতিক
৬) যুক্তরাষ্ট্রের টুইনটাওয়ারে হামলা হয়েছিল - ২০০১ সালের ১১ সেপ্টেম্বর
৭) এই হামলাকে বলা হয় - ৯/১১ সন্ত্রাসী হামলা
৮) এই হামলায় জড়িত ছিল - ১৯ জন যার ১৫ জন সৌদি নাগরিক
৯) এই হামলা করেছিল - আল কায়েদা
১০) এই হামলায় মারা গিয়েছিল - ৩ হাজার লোক
১১) ১ দশকের বেশি সময়ের ব্যবধানে প্রথমবারের ২কোরিয়ার নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে - ২৭ এপ্রিল ২০১৮
১২) দ. কোরিয়ার প্রেসিডেন্ট - মুন জে ইন
১৩) ২ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম - পানমুনজম
১৪) ফ্রান্সের দ. পূর্বাঞ্চলের একটি শহরের নাম - গ্রনোবল শহর
১৫) ভেনেজুয়েলার একটি শহর - ভ্যালেন্সিয়া শহর
১৬) ট্রাম্পের প্রেস সহকারী হিসেবে নিয়োগ পাচ্ছেন - সাবেক ডিজনি অভিনেত্রী সানশাইন
১৭) ৪ দিনের সফরে নিজ দেশ পাকিস্তানে - মালালা
১৮) মালালাকে তালেবানরা গুলি করেছিল - ২০১২ সালে
১৯) মালালার বাড়ি পাকিস্তানের প্রত্যন্ত - সোয়াত উপত্যকায়
২০) বিশ্বের সর্বকনিষ্ঠ হিসেবে শান্তিতে মালালা নোবেল লাভ করেন - ২০১৪ সালে, ১৭ বছরে
*অর্থনীতি
২১) NBR এর চেয়ারম্যান - মো. মোশাররফ হোসেন ভুঁইয়া
২২) ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার হতে পারে - ৪ লাখ ৬০ বা ৭০ হাজার কোটি টাকার ( অর্থমন্ত্রী)
২৩) WTO এর বর্তমান প্রধান - রবার্তো আজভাদো
২৪) চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হলে ক্ষতিগ্রস্থ হবে - বিশ্ব অর্থনীতি
২৫) WTO থেকে বেরিয়ে যেতে পারে - যুক্তরাষ্ট্র
২৬) চীন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ বিলিয়ন ডলারের পণ্যে - শুল্ক আরোপের ঘোষণা দেয়
২৭) বর্তমানে চীন মার্কিন বাণিজ্য ঘাটতির পরিমাণ - ৩৭৫ বিলিয়ন ডলাে
২৮) যুক্তরাষ্ট্র চীনের ৬০ বিলিয়ন ডলারের আমদানি পণ্যে- শুল্ক আরো করে ।

No comments:

Post a Comment