Popular Posts

Saturday, 1 September 2018

জেনে নিন বাংলাদেশের নদী সম্পর্কে:-

পদ্মা নদীর দৈর্ঘ কত?
উঃ ৩২৪ কিঃ মিঃ।
কুশিয়ারা নদীর দৈর্ঘ্য কত?
উঃ ১১০ কিঃ মিঃ
এক কিউসেক বলতে কি বাঝায়?
উঃ প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানির
প্রবাহ।
ঢাকা শহরকে রক্ষার জন্য বুড়ীগঙ্গা নদীর
তীরে যে বাঁধ দেয়া হয়
তার নাম কি?
উঃ বাকল্যান্ড বাঁধ।
বাংলাদেশের কৃত্রিম হৃদ কোনটি?
উঃ রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ
করা হয়?
উঃ ১৯৬২ সালে।
কাপ্তাই হ্রদ আয়তন কত?
উঃ ৬৮৬.৯১ বর্গ কি.মি.।
কোন নদী তিব্বতের মানস সরোবর
হতে উৎপন্ন হয়েছে?
উঃ ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্র নদ কোন জেলার ভেতর
দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ কুড়িঁগ্রাম।
ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম কি?
উঃ যমুনা।
পদ্মা নদী মেঘনার সাথে কোথায়
মিলিত হয়েছে?
উঃ চাঁদপরে।
পদ্মা নদী যমুনার সাথে কোথায়
মিলিত হয়েছে?
উঃ গোয়ালন্দে।
মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে কোথায়
মিলিত হয়েছে?
উঃ ভৈরব বাজারে।
পদ্মা কোন জেলার ভেতর
দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ রাজশাহী।
ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছেন
কোন নদীর উপর?
উঃ গঙ্গা।
পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই
বাঁধ দেয় হয়েছে কোন নদীর
উপরে?
উঃ কর্ণফুলী।
গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উঃ হিমালয় পর্বতের
গঙ্গোত্রী হিমবাহ।
পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি?
উঃ গঙ্গা।
তিস্তার উৎপত্তিস্থল কোথায়?
উঃ হিমালয় পর্বতে।
ব্যাকল্যান্ড বাঁধ নির্মিত
হয়েছে যে নদীর তীরে ?
উঃ বুড়িগঙ্গা।
বাংলাদেশের প্রধান নদী বন্দর?
উঃ নারায়নগঞ্জ।
বাংলাদেশের
নদী গবেষনা ইনস্টিটিউট কোথায়?
উঃ ফরিদপুরে।
কোন সালে ফারাক্কা ব্যারেজের
নির্মান কাজ শেষ হয়?
উঃ ১৯৭৪ সালে।
কোন সাল থেকে ফারাক্কা বাঁধ চালু
হয়?
উঃ ১৯৭৫ সালে।
ফারাক্কা বাঁধের দৈঘ্য কত?
উঃ ৭৩৬৩ ফুট ৬ ইঞ্চি।

No comments:

Post a Comment