Popular Posts

Saturday, 28 July 2018

বাংলাদেশ পরিচিতি....part2

১. তাম্র মুদ্রার প্রচলন করেন
— মুহাম্মদ বিন তুঘলক
২. ‘ওয়ারপো’ কী?
— জাতীয় পানি পরিকল্পনা সংস্থা
৩. ‘হামহাম’ জলপ্রপাত কোথায় অবস্থিত?
— ইসলামপুর, মৌলভীবাজার
৪. বাংলাদেশের কতটি জেলায় রেলপথ আছে?
— ৪৪টি
৫. বাংলা পিডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়?
— ২০০৩ সালে
৬. বাংলাদেশের প্রধান নদী বন্দর
— নারায়ণগঞ্জ
৭. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?
— ভোলা
৮. কুতুব মিনার কোথায় অবস্থিত?
— দিল্লিতে
৯. বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে?
— মো. শফিউল কাদের
১০. জাতীয় সংসদের প্রতীক কী?
— শাপলা
১১. বাংলাদেশ টেলিফোন সংস্থার উত্পাদিত
ল্যাপটপেরনাম কী?
— দোয়েল
১২. সংবিধানে মুসলিম পারিবারিক আইন পাস হয়
কবে?
— ১৯৬১ সালে।
১৩. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
— বুড়িগঙ্গা
২৪. সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যঘোষণা করা হয় কবে?
— ৬ ডিসেম্বর, ১৯৯৭
১৫. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের
পরিপন্থী’— এটি কার ঘোষণা?
— দুদু মিয়া
১৬. বাংলাদেশে এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়
— তিনবার
১৭. বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে?
— ১৯৭৫ সালে
১৮. ‘নির্মল চর’ কোথায় অবস্থিত?
— রাজশাহী সীমান্তে
১৯. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
— আবুল আহসান
২০. ‘একুশে পদক’ প্রদান করা হয়কত সাল থেকে?
— ১৯৭৬ সাল।
২১. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা
— ধর্মপাল
২২. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ কোনটি?
— বৈলাম
২৩. যমুনা সেতুর পিলার কয়টি?
— ৫০টি।


৩৪. বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কী?
— ‘সেবাই আদর্শ’

No comments:

Post a Comment