১. তাম্র মুদ্রার প্রচলন করেন
— মুহাম্মদ বিন তুঘলক
২. ‘ওয়ারপো’ কী?
— জাতীয় পানি পরিকল্পনা সংস্থা
৩. ‘হামহাম’ জলপ্রপাত কোথায় অবস্থিত?
— ইসলামপুর, মৌলভীবাজার
৪. বাংলাদেশের কতটি জেলায় রেলপথ আছে?
— ৪৪টি
৫. বাংলা পিডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়?
— ২০০৩ সালে
৬. বাংলাদেশের প্রধান নদী বন্দর
— নারায়ণগঞ্জ
৭. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?
— ভোলা
৮. কুতুব মিনার কোথায় অবস্থিত?
— দিল্লিতে
৯. বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে?
— মো. শফিউল কাদের
১০. জাতীয় সংসদের প্রতীক কী?
— শাপলা
১১. বাংলাদেশ টেলিফোন সংস্থার উত্পাদিত
ল্যাপটপেরনাম কী?
— দোয়েল
১২. সংবিধানে মুসলিম পারিবারিক আইন পাস হয়
কবে?
— ১৯৬১ সালে।
১৩. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
— বুড়িগঙ্গা
২৪. সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যঘোষণা করা হয় কবে?
— ৬ ডিসেম্বর, ১৯৯৭
১৫. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের
পরিপন্থী’— এটি কার ঘোষণা?
— দুদু মিয়া
১৬. বাংলাদেশে এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়
— তিনবার
১৭. বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে?
— ১৯৭৫ সালে
১৮. ‘নির্মল চর’ কোথায় অবস্থিত?
— রাজশাহী সীমান্তে
১৯. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
— আবুল আহসান
২০. ‘একুশে পদক’ প্রদান করা হয়কত সাল থেকে?
— ১৯৭৬ সাল।
২১. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা
— ধর্মপাল
২২. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ কোনটি?
— বৈলাম
২৩. যমুনা সেতুর পিলার কয়টি?
— ৫০টি।
৩৪. বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কী?
— ‘সেবাই আদর্শ’
Popular Posts
-
বাংলাদেশঃ - বাংলাদেশ ব্যাংক ভারতঃ - রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ভুটানঃ - রয়্যাল মনিটরী অথরিটি অব ভুটান পাকিস্তানঃ - স্টেট ব্যাংক অব প...
-
_____ অ শুদ্ধ ___________ শুদ্ধ _______________ ০১। অপরাহ্ন — অপরাহ্ণ ০২। অনুসূয়া — অনসূয়া ০৩। অত্যোন্ত — অত্যন্ত ০৪। অনুসঙ্গিক — আনুষঙ্গিক...
-
► ঢাকা ——- ১৭৭২ সাল। ► মুন্সীগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► নরসিংদী ——- ১৯৮৪ সাল। ► নারায়ণগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► মানিকগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► ময়মনসিংহ ——...
-
১) স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চকে " বাংলাদেশ দিবস " ঘোষণা করেছেন - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোর্জার ২) প্...
-
☆ আনুষ্ঠানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ☆ জাতীয়তা: বাংলাদেশি ☆ সাপ্তাহিক ছুটি: শুক্রবার ও শনিবার। কিছু কিছু অফিস শনিবার খোলা থাকে। ☆ আ...
-
জনযুদ্ধের উপখ্যান---হারুন হাবীব জয়বাংলা---এম আর আখতার মুকুল জয়জয়ন্তী---মামুনুর উল্লাহ জেল থেকে লেখা---সত্যেন সেন তোমারই---আবদ...
-
১. তাম্র মুদ্রার প্রচলন করেন — মুহাম্মদ বিন তুঘলক ২. ‘ওয়ারপো’ কী? — জাতীয় পানি পরিকল্পনা সংস্থা ৩. ‘হামহাম’ জলপ্রপাত কোথায় অবস্থিত? — ইসলামপ...
-
অপারেশন জ্যাকপট---সেজান মাহমুদ অন্তরের পাখিরা---শিরীন আকতার আগুনের পরশমণি---হুমায়ূন আহমদ আমি বীরঙ্গনা বলছি---নীলিমা ইব্রাহিম আবার ...
-
মহাকাশে প্রায় ৫০টির উপর দেশের দুই হাজারের উপর স্যাটেলাইট বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে-আবহাওয়া স্যাটেলাইট, পর্যবেক্ষক স্যাটেলাইট, ন্যাভিগ...
-
🇧🇩 শেখ হাসিনাঃ→প্রধানমন্ত্রী। 🇧🇩 আবুল মাল আব্দুল মুহিতঃ→অর্থমন্ত্রী। 🇧🇩 আসাদুজ্জামান খানঃ→স্বরাষ্ট্রমন্ত্রী। 🇧🇩 আমির হোসেন আমুঃ→শিল্...
No comments:
Post a Comment