১.প্রশ্ন:কোন এলাকাকে ঘোষনা দেওয়া হয়েছে রুপসী বাংলাদেশ?
উঃ সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে
২.প্রশ্ন:বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তরঃ চালর্স উইলকিনাস।
৩.প্রশ্ন:জীবন তরী কী?
উঃ একটি ভাসমান হাসপাতাল।
৪.প্রশ্ন:সাগর কন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
উঃ পটুয়াখালী।
৫.প্রশ্নঃবাংলাদেশে সর্বাদিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উঃ মৌলভীবাজার।
৬.প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উঃজাতীয় সংসদের স্পিকার।
৭.প্রশ্ন:বাংলাদেশে শিশু আইন প্রনীত হয় কত সালে?
উঃ১৯৭৪
৮.প্রশ্ন:আয়তনে সবচেয় বড় জেলা কোনটি?
উঃ পার্বত্য রাঙামাটি।
৯.প্রশ্ন:স্টেট ডুমা কোন দেশের আইন সভা?
উঃ রাশিয়া।
১০.রাখাইন উপজাতিদের অধীক বাস কোন জেলায়?
উঃ কক্সবাজার জেলায়।
১১.ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?
উঃ নেদারল্যান্ডস।
১২.কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উঃ ১৯৯৭
১৩.প্রশ্ন:গ্রেট মস্ক অব জেনি কোন মহাদেশের নাম?
উঃ এশিয়া।
১৪.প্রশ্ন:বাংলাএকাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম?
উঃ উত্তরাধিকার।
১৫.প্রশ্ন:বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উঃ কুতুবদিয়া।
Popular Posts
-
বাংলাদেশঃ - বাংলাদেশ ব্যাংক ভারতঃ - রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ভুটানঃ - রয়্যাল মনিটরী অথরিটি অব ভুটান পাকিস্তানঃ - স্টেট ব্যাংক অব প...
-
_____ অ শুদ্ধ ___________ শুদ্ধ _______________ ০১। অপরাহ্ন — অপরাহ্ণ ০২। অনুসূয়া — অনসূয়া ০৩। অত্যোন্ত — অত্যন্ত ০৪। অনুসঙ্গিক — আনুষঙ্গিক...
-
► ঢাকা ——- ১৭৭২ সাল। ► মুন্সীগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► নরসিংদী ——- ১৯৮৪ সাল। ► নারায়ণগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► মানিকগঞ্জ ——- ১৯৮৪ সাল। ► ময়মনসিংহ ——...
-
১) স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চকে " বাংলাদেশ দিবস " ঘোষণা করেছেন - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোর্জার ২) প্...
-
☆ আনুষ্ঠানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ☆ জাতীয়তা: বাংলাদেশি ☆ সাপ্তাহিক ছুটি: শুক্রবার ও শনিবার। কিছু কিছু অফিস শনিবার খোলা থাকে। ☆ আ...
-
জনযুদ্ধের উপখ্যান---হারুন হাবীব জয়বাংলা---এম আর আখতার মুকুল জয়জয়ন্তী---মামুনুর উল্লাহ জেল থেকে লেখা---সত্যেন সেন তোমারই---আবদ...
-
১. তাম্র মুদ্রার প্রচলন করেন — মুহাম্মদ বিন তুঘলক ২. ‘ওয়ারপো’ কী? — জাতীয় পানি পরিকল্পনা সংস্থা ৩. ‘হামহাম’ জলপ্রপাত কোথায় অবস্থিত? — ইসলামপ...
-
অপারেশন জ্যাকপট---সেজান মাহমুদ অন্তরের পাখিরা---শিরীন আকতার আগুনের পরশমণি---হুমায়ূন আহমদ আমি বীরঙ্গনা বলছি---নীলিমা ইব্রাহিম আবার ...
-
মহাকাশে প্রায় ৫০টির উপর দেশের দুই হাজারের উপর স্যাটেলাইট বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে-আবহাওয়া স্যাটেলাইট, পর্যবেক্ষক স্যাটেলাইট, ন্যাভিগ...
-
🇧🇩 শেখ হাসিনাঃ→প্রধানমন্ত্রী। 🇧🇩 আবুল মাল আব্দুল মুহিতঃ→অর্থমন্ত্রী। 🇧🇩 আসাদুজ্জামান খানঃ→স্বরাষ্ট্রমন্ত্রী। 🇧🇩 আমির হোসেন আমুঃ→শিল্...
No comments:
Post a Comment