Popular Posts

Tuesday, 31 July 2018

বাংলাদেশ পরিচিতি.....part3

১.প্রশ্ন:কোন এলাকাকে ঘোষনা দেওয়া হয়েছে রুপসী বাংলাদেশ?
উঃ সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে
২.প্রশ্ন:বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তরঃ চালর্স উইলকিনাস।
৩.প্রশ্ন:জীবন তরী কী?
উঃ একটি ভাসমান হাসপাতাল।
৪.প্রশ্ন:সাগর কন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
উঃ পটুয়াখালী।
৫.প্রশ্নঃবাংলাদেশে সর্বাদিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উঃ মৌলভীবাজার।
৬.প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উঃজাতীয় সংসদের স্পিকার।
৭.প্রশ্ন:বাংলাদেশে শিশু আইন প্রনীত হয় কত সালে?
উঃ১৯৭৪
৮.প্রশ্ন:আয়তনে সবচেয় বড় জেলা কোনটি?
উঃ পার্বত্য রাঙামাটি।
৯.প্রশ্ন:স্টেট ডুমা কোন দেশের আইন সভা?
উঃ রাশিয়া।
১০.রাখাইন উপজাতিদের অধীক বাস কোন জেলায়?
উঃ কক্সবাজার জেলায়।
১১.ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?
উঃ নেদারল্যান্ডস।
১২.কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উঃ ১৯৯৭
১৩.প্রশ্ন:গ্রেট মস্ক অব জেনি কোন মহাদেশের নাম?
উঃ এশিয়া।
১৪.প্রশ্ন:বাংলাএকাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম?
উঃ উত্তরাধিকার।
১৫.প্রশ্ন:বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উঃ কুতুবদিয়া।

No comments:

Post a Comment